দৌলতদিয়া ঘাটে ৪ কিলোমিটার দীর্ঘ যানজট

|

দৌলতদিয়া ফেরি ঘাটে যানজট।

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

নাব্যতা সংকট ও ফে‌রি‌তে গা‌ড়ি লোড-আনলোডে সময় বে‌শি লাগায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে প্রায় ৪ কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রা‌কের দীর্ঘ সি‌রিয়াল তৈ‌রি হয়েছে। ফ‌লে ভোগা‌ন্তি পোহাতে হচ্ছে দে‌শের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার হিসা‌বে প‌রি‌চিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারকারীরা।

শনিবার (১২ মার্চ) দুপু‌র ২টার দি‌কে দৌলত‌দিয়া ঘাটের জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়ক ফিড‌মিল পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার জুড়ে ট্রাক, কার্ভাড ভ্যান ও যাত্রীবা‌হী বাসের লম্বা সারি দেখা গেছে। দীর্ঘ সময় নদী পা‌রের অ‌পেক্ষায় থাক‌তে হ‌চ্ছে যানবহনের যাত্রী, চালক ও সহকারী‌দের। ত‌বে যাত্রীবাহী বাসগুলো অগ্রাধিকার ‌ভি‌ত্তি‌তে পারাপার করা হ‌চ্ছে ব‌লে জানি‌য়ে‌ছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উ‌দ্দিন জানান, এরু‌টে পর্যাপ্ত সংখ্যক ফে‌রি থাক‌লেও কিছুটা সি‌রিয়াল তৈ‌রি হ‌য়ে‌ছে। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বর্তমানে ছোট বড় ২০টি ফেরি চলাচল করছে। নদীতে নাব্যতা সংকট ও ফেরি লোড-আনলোডে সময় বেশি সময় লাগায় যানবাহনের সি‌রিয়াল হ‌চ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply