Site icon Jamuna Television

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে অস্ত্রসহ ১১ ডাকাত আটক

চট্টগ্রামের লালদীঘিতে একটি আবাসিক হোটেল থেকে সশস্ত্র ১১ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। শনিবার মধ্যরাতে কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মো. কামরুজ্জামান জানান, মধ্যরাতে গোপন খবর পেয়ে লালদীঘি এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে সশস্ত্র ১১ ডাকাতকে আটক করা হয়।

তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, তারা ডাকাতির উদ্দেশে ওই হোটেলে অবস্থান করছিলেন। আটক ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Exit mobile version