Site icon Jamuna Television

দুই মাসের মাথায় পুলিশের নববধূর আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সুরাইয়া আফরিন বৈশাখী (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছে। তিনি ঢাকায় কর্মরত পুলিশ সদস্য আবুল কালামের স্ত্রী। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভাড়া বাসায় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে,

জানা যায়, ২ মাস আগে তাদের বিয়ে হয়। গত ৩ বছর ধরে বৈশাখীর মাঝে মাঝে মানসিক সমস্যা হয়।

তার মা মীরা বেগম জানান, আজ অনেকক্ষণ দরজা বন্ধ থাকায় দরজা ভেঙ্গে দেখেন ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বৈশাখী। হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার অফিসার ইন চার্জ মো. ফরিদ উদ্দিন জানান, একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Exit mobile version