Site icon Jamuna Television

স্কুলের শহীদ মিনার ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমির শহীদ মিনার রাতের আধাঁরে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ, বিদ্যালয় ও সরেজমিন সুত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষে প্রায় ২০ বছর পূর্বে ওই বিদ্যালয়ে শহীদ মিনারটি তৈরি করা হয়। সকালে বিদ্যালয়ে শিক্ষকরা এসে দেখে শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ সম্পূর্নভাবে ভেঙ্গে দিয়েছে। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন আকন পুলিশকে যানায়। পরে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন আকন বলেন, আমি সকালে স্কুলে এসে দেখি আমাদের শহীদ মিনার ভাঙ্গা। পরে থানা পুলিশকে খবর দিলে ওসি মোঃ মোফাজ্জেল হোসেনসহ বেশ কয়েকজন মিলে ঘটনাস্থলে আসেন। এবং আমাকে সাধারণ ডায়েরি করতে বলেন। তবে কেবা-কাহারা এ কাজ করছে বলতে পারবনা।

এ ব্যাপারে ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version