Site icon Jamuna Television

৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের উপশহর এলাকা থেকে সাপের বিষ উদ্ধার করে র‌্যাব-১৩’র একটি দল। এ সময় একজনকে আটক করা হয়।

আটককৃত হলেন, পল্লী চিকিৎসক মোঃ রুহুল আমীন (৫৮)। তার বাড়ি জেলার বিরামপুর উপজেলায়।

র‌্যাব জানায়, ৬টি জারে সাপের বিষগুলি দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে আনা হয়। বিষগুলি বাক্সবন্দি অবস্থায় দানাদার, পাউডার ও তরল আকারে পাওয়া যায়। বিষের আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা বলে দাবি করেছে র‍্যাব।

Exit mobile version