Site icon Jamuna Television

গরুর গায়ে সুইসাইড বোমা লাগিয়ে হামলার ছক আইএসের!

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থা এখন আর আগের মতো নেই। সদস্যসংখ্যা কমেছে। নিয়ন্ত্রণে নেই কোনো বিশেষ আস্থানা। তাই নতুন কৌশলে আগাতে হচ্ছে সংগঠনটিকে।

নতুন কৌশল হিসেবে মানুষের বদলে গরুকে বোমা হামলার জন্য ব্যবহার করতে চায় জঙ্গি গোষ্ঠীটি। নিউইয়র্ক টাইমস এমন খবর জানিয়েছে।

ISIS, Weakened, Finds New Bombers: Cows Wearing Explosive Vests শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের বদলে আত্মঘাতী হামলার জন্য গরুকে কাজে লাগানোর নতুন কৌশল নিয়েছে আইএস। ইরাকের এক গ্রামে ‘বোমারু’ এসব গরু দেখা গেছে বলে জানিয়েছে টাইমস।

গলায় বিস্ফোরক বাঁধা গরু দুটি দেখা গেছে ইরাকের আল ইসলাহ নামক এলাকায়। সেখানকার স্থানীয় অধিবাসীরা গরু দুটিকে তাদের গ্রামের উত্তর দিকে ঘুরতে দেখেছেন। আর এ খবর নিশ্চিত করেছেন প্রদেশিক পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল আতিয়া।

কর্নেল গালিব বলেন, ‘গলায় বিস্ফোরক বাঁধা গরু দুটো গ্রামের চারপাশে ঘেরাঘুরি করছে। চলতে চলতে একসময় রিমোট দিয়ে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়। বিষ্ফোরণের পর গরুগুলো মারা যায়। এতে কেউ নিহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের ঘরবাড়ি।’

পুলিশ কমান্ডারের মুখপাত্রের দাবি অনুযায়ী, এ হামলা এমনই ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে চার বছরের যুদ্ধে জনশক্তি হারিয়ে আইএস এখন দুর্বল। তাই সশস্ত্র গোষ্ঠীটি হামলার বিকল্প হিসেবে এ পথ বেঁছে নিয়েছে।

Exit mobile version