Site icon Jamuna Television

টি-২০তে দুই হ্যাটট্রিকে মালিঙ্গার বিশ্বরেকর্ড

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড গড়েছেন লাসিথ মালিঙ্গা। শ্রীলংকান এ তারকা পেসার শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে চার বলে চার উইকেট শিকার করেন। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ দলের বিপক্ষে কলম্বোয় হ্যাটট্রিক করেছিলেন তিনি।

শুক্রবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে স্বাগতিক লংকানদের বিপক্ষে ১২৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় ওভারে বোলিং তাণ্ডব চালান মালিঙ্গা। ওভারের তৃতীয় বলে কলিন মুনরোকে বোল্ড করেন। ঠিক পরের বলে রাদারফোর্ড এরপর কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেইলরকে সাজঘরে ফেরান।

অবশ্য টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে গেছে নিউজিল্যান্ড। আজকের ম্যাচ ছিল নিয়ম রক্ষার। তাই আগ্রহও কম ছিল সবার। এই নিয়ম রক্ষার ম্যাচে দলের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ৫ উইকেট শিকার করেন মালিঙ্গা।

এর আগে ওয়ানডেতে চার বলে চার উইকেট শিকারের একমাত্র কীর্তিটি গড়েছিলেন মালিঙ্গা। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শন পোলক, অ্যান্ড্রু হল, জ্যাক ক্যালিস ও মাখায়া এনটিনিকে টানা চার বলে আউট করে সাজঘরে ফেরান তিনি।

২০০৯ সালে নিউজিল্যান্ডের তারকা পেসার জ্যাকব ওরাম শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন। ঠিক এক বছর পর সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।

২০১৫/১৬ মৌসুমে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক করেন শ্রীলংকান পেসার থিসেরা পেরেরা। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বোয় হ্যাটট্রিক করেন মালিঙ্গা। ২০১৭/১৮ মৌসুমে শ্রীলংকার বিপক্ষে আবুধাবিতে হ্যাটট্রিক করেন পাকিস্তানের তরুণ তারকা পেসার ফাহিম আশরাফ।

২০১৮/১৯ মৌসুমে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান। শুক্রবার টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম বোলার হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন মালিঙ্গা।

Exit mobile version