Site icon Jamuna Television

কিশোর গ্যাংয়ের অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে কিশোর গ্যাংয়ের কোন সহিংস গ্রুপের অস্তিত্ব রাখা হবে না। এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার সকালে হোসেনী দালান এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল ঘিরে যেন কোনো সহিংসতা না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নেয়া হয়েছে। মিছিল ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানান তিনি।

এছাড়া তাজিয়া মিছিলের সব স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় থাকবে। মিছিলে কোন ধরণের লোহা বা ধারালো অস্ত্র বহন করা যাবে না বলে জানান আছাদুজ্জামান মিয়া। আঁতশবাজি ও বাদ্যযন্ত্রের ব্যবহার থাকবে নিষিদ্ধ।

Exit mobile version