Site icon Jamuna Television

চুয়াডাঙ্গা জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মহির উদ্দীন মহিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহির উদ্দীন আকুন্দবাড়িয়া গ্রামের মৃত কপিল উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহির জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে মাদক নিয়ে এসে জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে সরবরাহ করতো। তাছাড়া তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে সে আত্মগোপনে ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই মোস্ট ওয়ান্টেড এই মাদক ব্যবসায়ী সদর উপজেলার আকুন্দবাড়িয়া নিজ এলাকায় অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল শনিবার ভোরে আকুন্দবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে গ্রেফতার করা হয় মাদক সম্রাট মহির উদ্দীনকে।

গ্রেফতারের পর শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Exit mobile version