Site icon Jamuna Television

২১শে পদকপ্রাপ্ত মংছেন চিং রাখাইন আর নেই

রাঙ্গামাটি প্রতিনিধি:

একুশে পদকপ্রাপ্ত মংছেন চিং রাখাইন আর নেই।

আজ শনিবার দুপুরে রাঙামাটি সদরের মাঝের বস্তি এলাকায় বড় মেয়ের বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।

মংছেন চিং রাখাইন ২০১৬ সালে ২১ পদক সম্মাননায় ভূষিত হন। রাখাইন জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি নিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৭।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল খাগড়াছড়ির মহালছড়ির মানিক ডাক্তার পাড়ায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

১৯৬১ সালের ১৬ জুলাই কক্সবাজার পৌরসভার পানবাজার এলাকায় জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুতে পার্বত্যমন্ত্রী, খাগড়াছড়ির সংসদ সদস্যসহ স্থানীয়রা শোক প্রকাশ করেছেন।

Exit mobile version