Site icon Jamuna Television

পাকিস্তানের আকাশে ভারতীয় রাষ্ট্রপতির বিমান প্রবেশে নিষেধাজ্ঞা!

এবার নিজেদের আকাশ সীমায় ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিল পাকিস্তান। খবর ডন’র।

জানা যায়, ৮ সেপ্টেম্বর ভারতীয় রাষ্ট্রপতির আইসল্যান্ড গমনের উদ্দেশ্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ভারতের আবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পুলওয়ামা হামলার পর থেকেই ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল পাকিস্তান। তারপর তা পুনরায় চালু করা হলেও সম্প্রতি কাশ্মির ইস্যুতে তা আবার বাতিল করে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারতের রাষ্ট্রপতিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়া হয়নি।

মাহমুদ কোরেশি বলেন, আমরা খুবই সতর্কতা ও ন্যায়সঙ্গতভাবে ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যুটি সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ভারত শুরু থেকেই হঠকারী মনোভাব দেখিয়েছে। এ জন্য ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের আবেদন আমরা প্রত্যাখ্যান করেছি।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খান চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

Exit mobile version