Site icon Jamuna Television

বাড়ির উঠোনে গাঁজা চাষ

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে গাঁজা গাছ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলো, জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বাসুখালী গ্রামের মৃত ভগিরত চন্দ্রের ছেলে তাপস কুমার বিশ্বাস (৩০), সমারেম কুমার বিশ্বাস (৩২), মৃত নিরোধ চন্দ্রের ছেলে মুকুন্দ্র চন্দ্র বিশ্বাস (৫২)।

দুপুর ২টার দিকে বালিয়াকান্দি থানায় সংবাদ কর্মীদের কে এ বিষয়ে ব্রিফিং করা হয়।

বালিয়াকান্দি থানার এস আই অঙ্কুর কুমার ভট্টাচায্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ ফিট উচ্চতার ৪টি তাজা গাঁজা গাছ সহ ৩ জনকে আটক করা হয়েছে।তারা নিজেদের বসত বাড়ির উঠানেই এই গাঁজা গাছের চাষ করে আসছিলো। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন প্রায় ২০ কেজি। যা শুকালে হবে প্রায় ৪ কেজি।

Exit mobile version