‘সবার জন্য নিরাপদ ইন্টারনেট’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশে পালিত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস।
সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে সকাল ৮টায় রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে থেকে আইসিটি দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় দিবসটির। শোভাযাত্রা শেষে জুনাইদ আহমেদ পলক জানান, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আধুনিক ডিজিটাল বাংলাদেশে রূপদান করা সম্ভব। সে লক্ষেই কাজ করে যাচ্ছে সরকার।
Leave a reply