Site icon Jamuna Television

ভোলার বাস চাপায় স্কুল ছাত্র নিহত

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে গুলজার পরিবহন নামের একটি ঘাতক বাসের চাকায় পৃষ্ট হয়ে মো. শরীফ (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

শনিবার সকাল ৮ টায় লালমোহন পৌর শহরের মুসলিম হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬ নং ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।

এতে করে ঘটনার পরপর নিহত শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘাতক বাস চালককে আটকের দাবীতে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, শরীফ সকালে প্রাইভেট থেকে ফেরার পথে চরফ্যাশন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহন নামের একটি বাস পৌর শহরের মুসলিম হোটেলের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শরীফ।

নিহত শরীফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হবে।

Exit mobile version