Site icon Jamuna Television

মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপ‌জেলার চর‌বিশ্বাস এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে রাবেয়া বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর দেড়টায় গলা‌চিপা উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সে তি‌নি মারা যান। নিহত রা‌বেয়া চর‌বিশ্বাস ইউনিয়নের চরআগস্থি এলাকার জহিরুল ইসলা‌মের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল হোসেন জানান, চরআগস্থির নিজ বাড়ি থেকে রাবেয়া ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বুধবারের বাজারের রওনা হয়। পথিমধ্যে কাজীর হাট এলাকায় পৌছলে মোটরসাইকেলের পিছন থেকে আচমকা তিনি পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলা‌চিপা উপ‌জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মামুন হোসেন জানান, দুপুর ১ টার দিকে রোগী নিয়ে আসার পর দেড়টার দিকে তিনি মারা যায়।

Exit mobile version