Site icon Jamuna Television

ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করলো স্বামী

ময়মনসিংহ ব্যুরো

ময়মনসিংহে স্ত্রীকে উপুর্যপরি ছুরিকাঘাত করে হত্যা করলো স্বামী। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানাগেছে।

এলাকাবাসী জানায়, সবুজ মিয়া দুই দিন আগে ঈশ্বরগঞ্জে দত্ত পারায় তার শশুর বাড়িতে আসে। আজ সকালে স্ত্রী লাকি আক্তারকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা তরে সে। এলাকাবাসী টের পেয়ে সবুজ মিয়াকে ধরে ফেলে। গুরুতর আহত লাকি আক্তারকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সবুজ মিয়ার বাড়ি তাকান্দা উপ‌জেলা বিশকা ইউ‌নিয়নেমে‌ছেরা গ্রাম । তাকে আটক করা হয়েছে।

Exit mobile version