Site icon Jamuna Television

বাঘাইছড়িতে গুলিতে জেএসএস সংস্কারের ২ সমর্থক নিহত

রাঙামাটি বাঘাইছড়িতে আধিপত্যে বিস্তারের লড়াইয়ে প্রতিপক্ষের গুলিতে ২ জেএসএস সংস্কারের সমর্থক নিহত হয়েছে। গতরাতে বাঘাইড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের নবছড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতরাত ১১টার দিকে বাসায় ঘুমানোর প্রস্তুতি নেবার সময় হঠাৎ একদল অস্ত্রধারী এসে জেএসএস সংস্কার গ্রুপের সদস্য রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪) কে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং কিছু দূর গিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। রাতে কেউ ভয়ে ঘটনা প্রকাশ না করলেও সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস সংস্কার।

Exit mobile version