Site icon Jamuna Television

চিরকুটে ছাত্রলীগ নেতাদের ভর্তি: প্রতিবাদকারীদের ওপর হামলা

বিশেষ চিরকুটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৪ ছাত্রলীগ নেতাকর্মীর ভর্তির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।

এতে আসিফ মাহমুদ নামে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় একজন রক্তাক্ত জখম হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তিতে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও তিন দফা দাবিতে বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করতে গেলে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানার নিয়ে একদল শিক্ষার্থী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

তবে আন্দোলনকারীদের দাবি, হামলাকারীরা ছাত্রলীগ নেতাকর্মী।

ডাকসু নির্বাচনের আগে ছাত্রলীগের ৩৪ জন নেতাকর্মীকে উপাচার্য ও বাণিজ্য অনুষদের ডিনের বিশেষ চিরকুটের মাধ্যমে ভর্তি করা হয়। আন্দোলনকারীদের দাবি, এতে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত ভর্তির নিয়ম লঙ্ঘিত হয়েছে।

এর প্রতিবাদে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি হলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব বাতিল, অনিয়মের মাধ্যমে ভর্তি হওয়া ডাকসু নেতাদের পদ শূণ্য ঘোষণা ও স্থায়ীভাবে বহিষ্কার করে শূণ্য পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগ করা।

Exit mobile version