Site icon Jamuna Television

যুবলীগ নেতা খালেদ মাহমুদের বাসা ঘিরে রেখেছে র‍্যাব

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার রাজধানীর গুলশানের বাসা ঘিরে রেখেছে র‍্যাব। নিরাপত্তা সংস্থার বেশ কিছু সংখ্যক সদস্য আজ সন্ধ্যায় তার বাসার চারদিকে অবস্থান নেন।

এদিকে, একই সময়ে মতিঝিলের ফকিরাপুল এলাকায় খালেদ মাহমুদের মালিকানাধীন ‘ইয়াংম্যান্স ক্লাব’ নামের একটি ক্যাসিনোতে (জুয়ার আসর) র‍্যাবের অভিযান চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪২ জনকে সেখান থেকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা ও জুয়া খেলার সামগ্রী।

মতিঝিলে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম এর নেতৃত্বে অভিযান শুরু করে র‍্যাব-৩।

Exit mobile version