Site icon Jamuna Television

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার রাবি ছাত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বিথীকা বণিকের বাসায় টিউশনিতে যেয়ে শ্লীলতহানির শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী। মঙ্গলবার দিবাগত রাতে যোজক টাওয়ারে ঐ শিক্ষিকার বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষিকার ভাই অভিযুক্ত শ্যামল বণিককে আটক করেছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, নিয়মমিত রাতে ঐ ছাত্রী টিউশনিতে যায়। গতরাতে বৃষ্টি হওয়ার কারণে সেখানেই অবস্থান করে। রাতে ছাত্রীটি ঘুমিয়ে পড়লে শিক্ষিকার ভাই শ্যামল বণিক তাকে শ্লীলতাহানি করে। এসময় ভুক্তভোগী ছাত্রী ৯৯৯ এ ফোন দিলে মহিতার থানা পুলিশ তাকে উদ্ধার করে। ভুক্তভোগী ছাত্রীকে রাজশাহী মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

Exit mobile version