Site icon Jamuna Television

ভারতে অস্ত্র ফেলে যাচ্ছে পাকিস্তানি ড্রোন!

এবার সীমান্ত অতিক্রম করে ভারতে এসে বিভিন্ন অস্ত্র ফেলে যাচ্ছে পাকিস্তানি ড্রোন। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বরাতে জানা যায়- পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অমৃতসরে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও গ্রেনেড ফেলে গেছে পাকিস্তানি ড্রোন। অধিকৃত জম্মু ও কাশ্মীরে সংকট তৈরি করতেই এ অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান।

পুলিশ আরও জানায়, গত ১০ দিনে ওই ড্রোনটি অন্তত আটবার ভারত প্রবেশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দিয়ে এনডিটিভি জানিয়েছে, ড্রোন থেকে স্যাটেলাইট ফোনও ফেলা হয়েছে। এগুলো খুব দ্রুত উড়তে পারে বলে এদের শনাক্ত করাও কঠিন।

ভারতের এক শীর্ষ কর্মকর্তা বলেন, এসব সরঞ্জাম ভারতের মাটিতে ফেলতে ওই ড্রোন প্রায় ১০ বার হানা দিয়েছে। কিন্তু সেটিকে এখনও ধরা যায়নি। এর মধ্যে পাঁচটি স্যাটেলাইট ফোন ছিল।

কর্মকর্তারা বলেন, এর থেকে ইঙ্গিত মেলে জম্মু ও কাশ্মীরের জন্যই ওইসব ফেলা হয়েছে। জম্মু ও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বহুদিন।

সোমবার পাঞ্জাবে গ্রেফতার করা হয়েছে খালিস্তান জিন্দাবাদ দলের চারজনকে। তাদের কাছ থেকে সব অস্ত্রশস্ত্র ও ১০ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

Exit mobile version