Site icon Jamuna Television

এক বছর কারাভোগ শেষে দেশে ফিরল ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে এক বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে এক ভারতীয় নাগরিক। ওই নাগরিকের নাম খুদ্দু লহড়ি (৩২)। সে ভারতের ঝাঁড়খন্ড রাজ্যেরে রাচী জেলার রাতু গ্রামের মৃত জলাল লহুড়ার ছেলে।
রবিবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিককে ভারতে হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ২০১৮ সালে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে ভারতের ঝাঁড়খন্ড রাজ্যের নাগরিক খুদ্দু লহড়ি। এরপর সে আটক হয় বিজিবির হাতে। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাকে পুলিশের কাছে সোর্পদ করে। এরপর আদালত ভারতীয় ওই নাগরিককে ১ বছর কারাদণ্ড দেয়।
কুষ্টিয়া জেলা কারাগারে কারাভোগ শেষে রবিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাকে হস্তান্তর করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ।

এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার জামাল হোসেন, ইমিগ্রেশন অফিসার রাশেদুজ্জামান এবং ভারতের পক্ষে বিএসএফ’র গেঁদে কোম্পানি কমান্ডার এসি সন্তোষ কুমার ও ইমিগ্রেশন অফিসার একে ভাওয়াল উপস্থিত ছিলেন।

Exit mobile version