Site icon Jamuna Television

১২ গুনীজনকে সম্মামনা দিলো গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন

গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের এক যুগ পূর্তি উপলক্ষে ১২ জন গুণীজনকে সম্মাননা দিল পূজা কমিটি।

আজ শুক্রবার রাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সবার হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় স্পিকার বলেন, সবাই যার যার ধর্ম পালন করবে আর কাজ করবে দেশের জন্য।

একযুগ পূর্তির এ সম্মামনা পেয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত, সুবির নন্দী, শাহরিয়ার কবির, মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, আনিসুজ্জামান, হাসেম খান, আবেদ খান, জিয়াউদ্দিন তারিক আলী, ডাক্তার সামন্ত লাল সেন, অ্যাডভোকেট সুলতানা কামাল ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

এ সময় সম্মামনা পাওয়া ব্যাক্তিরা বলেন, এই দেশ সবার। শান্তি সম্প্রিতির মধ্য দিয়ে আনন্দ উদযাপন করে দেশের মানুষ। আনন্দ সব ধর্মের মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান তারা।

Exit mobile version