হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬

|

হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্টের বোন হিলদা ফার্নান্দেজসহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন। দেশটির সেনাবাহিনী নিশ্চিত করে এ তথ্য। সেনাসূত্র জানায়, রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোমাইয়াগুয়া শহরের দিকে যাবার পথে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। কন্ট্রোল টাওয়ারের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। বৈরি আবহাওয়ার কারণে সড়কপথে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সেখান থেকে উদ্ধার হয় মরদেহগুলো। ৫১ বছর বয়সী হিলদা প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্দো হার্নান্দেজের উপদেষ্টা। এর আগে তিনি সরকারের যোগাযোগ সচিব হিসেবেও কাজ করেছেন। ২৬ নভেম্বরের নির্বাচনের পর হন্ডুরাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যা এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার; শনিবারও প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৬ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply