Site icon Jamuna Television

আবরার হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বরিশালে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান সড়কে গিয়ে শেষ হয়। এসময় সড়কের পাশে দাড়িয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। আবরারকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

এর আগে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে। এসময় তারা, হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Exit mobile version