Site icon Jamuna Television

সিরিয়ায় তুর্কি সমর্থিত বিদ্রোহীদের হামলায় শীর্ষ কুর্দি নেত্রী নিহত

সিরিয়ায় একজন সিনিয়র কুর্দি রাজনৈতিক নেত্রী নিহত হয়েছেন। তার নাম হাভরিন খালাফ। শনিবার উত্তর সিরিয়ার একটি এলাকা দখলে নেয়ার সময় তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে কুর্দিদের কয়েকটি সংবাদমাধ্যম।

খলাফ সিরিয়ার ফিউচার পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ফিউচার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, নিজের রাজনৈতিক ও দেশপ্রমের দায়িত্ব পালনের সময় তিনি শহীধ হয়েছেন। পেশাগতভাবে খালাফ একজন ইঞ্জিনিয়ার ছিলেন।

কুর্দিস্তান টোয়েন্টিফোর জানিয়েছে, স্থানীয় কামিশলো শহরের নিয়ন্ত্রণ নেয়ার সময় তুর্কি সমর্থিত বিদ্রোহীরা যে হামলা চালায় তাতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এরমধ্যে কালাফও ছিলেন।

ফিউচার পার্টির নেতা নোবাহার মোস্তফা জানান, খালাফ জাজিরা থেকে আইন ইসসা হয়ে রাক্কায় যাচ্ছিলেন। পথে বিদ্রোহীরা তার প্রাইভেটকার থামিয়ে তাতে থাকা সবাইকে হত্যা করে।

গত কয়েকদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি বিদ্রোহীদেরকে নিজেদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে করে আঙ্কারা।

Exit mobile version