দেপোর্তিভোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করলো বার্সেলোনা। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ ও পাওলিনিয়ো। ন্যু ক্যাম্পে শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিক বার্সেলোনা। কিন্তু মেসি ও ভিদালের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না শিরোপার দাবিদাররা। অবশেষে ২৯ মিনিটে ইনিয়েস্তা-মেসির মিশেলে গোল করেন লুইস সুয়ারেজ। ৪১ মিনিটে মেসির শট পোস্টে লেগে ফিরলেও তা জালে পাঠাতে ভুল করেননি সুযোগ সন্ধানী পাওলিনিয়ো। দ্বিতীয়ার্ধের ২য় মিনিটের মাথায়ই লিগে নিজের ৪র্থ গোল করেন সুয়ারেজ। ৬৯ মিনিটে স্পটকিক থেকে লিড ৪-০ করার সুযোগ হাতছাড়া করেন এলএমটেন। ৭৫ মিনিটে জর্ডি আলাবার শট পোস্টে বাধা পেলে ফাঁকায় থাকা পাওলিনিয়ো তুলে নেন নিজের ২য় গোল। ১৬ ম্যাচে ১৩ জয় আর ৩ ড্রয়ে ভালভার্দে শীষ্যদের পয়েন্ট ৪২।
Leave a reply