Site icon Jamuna Television

এই মাসেই বিয়ে করবেন সাবিলা নূর

এই মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় তারকা সাবিলা নূর। বিয়ের কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। ২৫ অক্টোবর ঢাকায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী।

জানা গেছে, তিন বছর আগে এক বন্ধুর মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় তাদের। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন নেহাল।

জানা গেছে, মাস তিনেক আগে দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। ২৫ অক্টোবর বিয়ে। তার আগের দিন ঢাকার একটি ক্লাবে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭ অক্টোবর হবে বউভাত।

কঠিন সময়েও পাশে সাবিলার পাশে ছিলেন নেহাল। তাই তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাওয়ায় উচ্ছ্বসিত সাবিলা ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

চট্টগ্রামের মেয়ে সাবিলার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সাবিলা সবার ছোট।

Exit mobile version