Site icon Jamuna Television

শিশু তুহিন হত্যা: বাবাসহ তিনজনকে জেল হাজতে প্রেরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যাকান্ডে বাবা আব্দুল বাসিরসহ তিন জনকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। শুক্রবার বিকলে ৫টায় সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার পিতাসহ তিন জনকে তিন দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। রিমান্ড শেষে নিহতের পিতা দুই চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলী জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে তুহিনের চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী দিয়েছিল।

Exit mobile version