Site icon Jamuna Television

সেঞ্চুরির ৬ দিন পর সাইফের ডাবল সেঞ্চুরি

কলম্বোর পর চট্টগ্রাম, সেঞ্চুরির পর ডাবল হাঁকালেন সাইফ হাসান। চলতি মাসের ১২ অক্টোবর শ্রীলংকা সফরে কলম্বোয় এ দলের হয়ে সেঞ্চুরি (১১৭) করেন সাইফ হাসান। মাত্র ৬ দিনের ব্যবধানে জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের এ তারকা ব্যাটসম্যান।

জাতীয় লিগে অপ্রতিরোধ্য সাইফ হাসান। রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন ঢাকা বিভাগের এ তারকা ব্যাটসম্যান। ১৯টি চার ও ৪টি ছক্কায় ২২০ রান করা সাইফকে দুই দিন বোলিং করেও আউট করতে পারেননি সোহরাওয়ার্দী শুভ, নাসির হোসেন ও সঞ্চিত সাহারা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনে ১২০ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন সাইফ হাসান। শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেও রংপুরের বোলারদের রীতিমতো শাসিয়ে যান তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান সাইফ। তার ডাবল সেঞ্চুরির ম্যাচে ৮ উইকেটে ৫৫৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৭১ রানে দুই উইকেট হারিয়েছে রংপুর। ৫১ রানে অপরাজিত আছেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস।

Exit mobile version