Site icon Jamuna Television

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ এর লাইন ম্যানের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:

বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশিকুর রহমান (২৬) নামের এক পল্লী বিদ্যুৎ এর লাইন ম্যানের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার একেএম আজাদ জানান, শুক্রবার দুপুরে গ্রাহকের বাড়ি লাইন মেরামত করতে গিয়ে অসাবধানতা বশত লাইনম্যান আশিকুর বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপস্থিত অন্যরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন
তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version