Site icon Jamuna Television

খানজাহান (রহ.)’র মাজারে খাদেমের ছেলের ছুরিকাঘাতে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট খানজাহান আলী মাজারের ভিতর খাদেমের ছেলের ছুরিকাঘাতে তালিম মল্লিক (২২) নামের এক ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তালিম মল্লিক শিংড়াই গ্রামের ইয়াছিন মল্লিকের একমাত্র পুত্র সন্তান। সে বাগেরহাট টেক্সটাইল ভোকেশনাল থেকে দুই বছর আগে এসএসসি পাশ করে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, এদিন সন্ধ্যা রাতে খানজাহান আলী মাজার প্রাঙ্গণে তালিম মল্লিক (২২) ও মাজারের খাদেম বাবু ফকিরের ছেলে রাজা ফকিরের মধ্যে বাক বিতণ্ডা হওয়ার এক পর্যায়ে এলোপাথাড়ি ছুরি মারে। এ সময়ে এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তালিম মল্লিককে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই যুবকের বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরির মারার ঘটনা ঘটে। এতে গুরুতর জখম যুবক তালিম মল্লিককে হাসপাতালের নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এ সময়ে তালিম মল্লিককে মৃত্যু ঘোষণা করে।

খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামী আটকের জন্য এলাকায় অভিযান শুরু করা হয়েছে বলে ওসি জানান।

Exit mobile version