বরিশাল ব্যুরো
নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের কীর্তনখোলা নদীতে ইলিশ শিকার করতে গিয়ে কোস্টগার্ডের হাতে আটক হয়েছে ১০ জন। এসময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েও শেষ রক্ষা পায়নি। মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশ অমান্য করায় যেতে হয়েছে কারাগারে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- আব্দুর রহমান, আরিফ হোসেন, জহিরুল চৌধুরী, সোহেল রানা, মোর্শেদ আলী ইমন, রুহুল আমীন, ঝন্টু মিয়া, হাফিজুর রহমান, হাসিব খলিফা ও ইমরান হোসেন। তারা ঝালকাঠীর নলসিটি ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র জানান, একটি ইঞ্জিন চালিত নৌকায় করে কীর্তনখোলা নদীর কালিজিরা এলাকায় জাল ফেলে ইলিশ মাছ শিকার করছিল আটক ১০ জন। ইলিশ শিকার করা অবস্থায় তাদের হাতেনাতে আটক করে কোস্টগার্ড।
এসময় তারা নিজেদের সাংবাদিক ও মানবাধিকার-কর্মী পরিচয় দেন। তাদের কাছ থেকে কয়েকটি পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। পাওয়া গেছে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ। সন্ধ্যার পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। আটক ১০ জনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

