Site icon Jamuna Television

নিখোঁজ বাউল শিল্পীকে কুষ্টিয়া থেকে উদ্ধার করলো পুলিশ

স্টাফ রিপোর্টার, নাটোর:

নিখোঁজ বাউল শিল্পী সুভাস রোজারিওকে (সুভাস ক্ষ্যাপা) কে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ।

গত ২৪ সেপ্টেম্বর রাত ১২টায় নাটোর স্টেশন থেকে তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন যোগে রওনা হন। পাবনার চাটমোহর স্টেশন পর্যন্ত তার সাথে স্বজনদের যোগাযোগ ছিল। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা যমুনা টেলিভিশনকে জানান, সুভাস রোজারিওকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশের একটি দল। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস-ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

Exit mobile version