Site icon Jamuna Television

পরীক্ষায় নকল ঠেকাতে অভিনব পন্থা

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, অথচ তাদের মাথা ঢেকে দেয়া বাক্স দিয়ে। কেন এমন করা হয়েছে? প্রশ্নের উত্তর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টা। তারা বলছে, নকল থেকে শিক্ষার্থীদের বিরত রাখতে এভাবে ঢেকে দেয়া হয় মাথা।

ছবিটি ভারতের কর্নাটকের একটি কলেজের। ভাগথ পিইউ কলেজে প্রথম বর্ষের রসায়নের পরীক্ষা দিতে এসে ছাত্র-ছাত্রীরা জানতে পারে, তাদের মাথায় কাগজের বাক্স পরে পরীক্ষা দিতে হবে। শুনে প্রথমে চমকে উঠেছিলেন ছাত্র-ছাত্রীরা। চোখের কাছে দুটো ফুটো করে দেয়া হয়েছিল প্রতিটি বাক্সে। সে দিক দিয়ে দেখে তারা পরীক্ষা দেয়। কলেজের নির্দেশ মেনেও নিয়েছিল পরীক্ষার্থীরা।

জানা গেছে, বিষয়টি নিয়ে পরীক্ষা চলার সময় হাসির রোল পড়ে যায়। কেউ একজন সে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও দেয়। জি নিউজ বলছে, আগে থেকেই নাকি নকল রুখতে না পারা নিয়ে উদ্বিগ্ন ছিল কলেজ কর্তৃপক্ষ।

কর্নাটকে কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত হাস্যরসের জন্ম দিলেও অনেকেই এটিকে আবার অমানবিক হিসেবেও আখ্যা দিয়েছেন।

Exit mobile version