Site icon Jamuna Television

দুদক ধোঁয়া তুলশি পাতা নয়, এখানেও দুর্নীতি আছে: দুদক চেয়ারম্যান

দুদক ধোঁয়া তুলশি পাতা নয়, এখানেও দুর্নীতি আছে। সেটি নির্মূলের চেষ্টা চলছে।

দুদক-ডিএমপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, কোন প্রতিষ্ঠানের যদি কোন সমালোচনাই না হয় তাহলে বুঝতে হবে কোথাও সমস্যা আছে।

তিনি আরও বলেন, যারা অনিয়মকে নিয়মে পরিনত করেছে তাদের “টুটি” চেপে ধরার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে

Exit mobile version