Site icon Jamuna Television

‘আজকে এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না’, ক্যাসিনো বিতর্ক প্রসঙ্গে মেনন

রাশেদ খান মেনন। ফাইল ছবি

চলমান শুদ্ধি অভিযানের স্বপক্ষে কথা বললেও এর মাধ্যমে দীর্ঘস্থায়ী সমাধান হবে না বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। যমুনা নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সাময়িকভাবে সমাধান হবে, কিন্তু চিরস্থায়ী সমাধানের জন্য অর্থনৈতিক নীতি পরিবর্তন করতে হবে। শুধু উপসর্গ দূর করে সমাধান হবে না।

ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার বহিস্কৃত যুবলীগ নেতা সম্রাট জিজ্ঞাসাবাদে রাশেদ খান মেননকে ১০ লাখ টাকা করে চাঁদা দেয়ার কথা বলেছেন- গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমি আজকে এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। এটার ব্যাখ্যা দেয়া হবে আমার পার্টির তরফ থেকে। একটা কথা বললে এটা প্রধান হয়ে যাবে।

তিনি বলেন, আমি তো পত্রিকায় দেখেছি, অবিশ্বাস্য সব জিনিসপত্র। আই অ্যাম ওপেন টু ইনভেস্টিগেশন। তারা আমার সম্পদ দেখুক, আমার আয়-ব্যয় দেখুক, আমার ব্যাংকের লেনদেন দেখুক। তাহলেই তো হয়

Exit mobile version