Site icon Jamuna Television

হেলমেট পরে রাস্তায় কুকুর

বাইকারদের হেলমেট পরে নিয়ে সচেতনতার সাথে জরিমানা ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও রাস্তায় দেখা যাবে হেলমেট বিহীন যাত্রী ও চালকে। কিন্তু হেলমেট পরা কুকুরকে যদি বাইকের পিছনে বসে চলতে দেখেন তাহলে কি ভাববেন ছাড়া হেলমেট ছাড়া রাস্তায় চলাফেরা করেন। এ রকমই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যেমে। এ ঘটনা ঘটেছে ভারতের দিল্লীতে।

টুইটার ব্যবহারকারী প্রেরণা সিংহ বিন্দ্রা এই ছবি শেয়ার করেন দু’দিন আগে। ক্যাপশনে তিনি জানিয়ে দেন, তাঁর অন্যতম প্রিয় কুকুরের ছবি এটাই। সেই সঙ্গে তিনি লেখেন, ‘‘কী ভাল ছেলে, এই কুকুরটা। দিল্লি ট্র্যাফিক পুলিশের পক্ষে হেলমেট ব্যবহার নিয়ে প্রচারে এটা ব্যবহার করা উচিত।

এর আগে ২০১৭ সালে দিল্লির আর একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যায় তিনটি কুকুর তাদের মালিকের সঙ্গে করে স্কুটারে চেপে বেড়াতে বেরিয়েছে। সেই ছবিও ভাইরাল হয়।

Exit mobile version