Site icon Jamuna Television

হবিগঞ্জে সড়কে নিহত ২, ট্রাক কেটে বের করা হলো লাশ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্য একটি ট্রাক চালকও।

এ ঘটনায় মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের মরদেহ উদ্ধার করে।

শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাগঞ্জ জেলার সদর উপজেলার নাকরাজপুর গ্রামের রহমত আলীর ছেলে বাবু মিয়া (৩২) ও একই গ্রামের হেলপার মোস্তফা আলীর ছেলে রহমত আলী (২৫)।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ভোররাত ৩টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌছাক নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই হেলপার ও ট্রাকচালক নিহত হয়েছেন। অন্য ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version