Site icon Jamuna Television

ভোলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতা সংঘর্ষের চার জন নিহতের ঘটনার পর জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪-৫ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

সোমবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সদস্যরা। করেন সংবাদ সম্মেলনও। এসময় চারজন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয়। ওসির অপসারণসহ ৬ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। আজ জেলার সব উপজেলায় বিক্ষোভের ঘোষণাও দেয় তারা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র‍্যাব এবং বিজিবি।

পুলিশ জানিয়েছে, ফেসবুক ম্যাসেঞ্জার আলাপ ছড়িয়ে পড়া নিয়ে, রোববার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা বিশেষজ্ঞ দল খতিয়ে দেখছে।

Exit mobile version