Site icon Jamuna Television

নোবিপ্রবির বাস চাপায় নির্মাণ শ্রমিক নিহত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের করালিয়া নামক এলাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাসের ধাক্কায় এক নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম আব্দুর রহিম(২৪)। সে পাশ্ববর্তী কবিরহাট উপজেলার শুক্লবদ্ধি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে সাইকেলযােগে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আব্দুর রহিম। সে বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের করালিয়া নামক এলাকায় পৌঁছালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে আসা নোবিপ্রবির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আরিফুর রহমানকে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

Exit mobile version