Site icon Jamuna Television

কঙ্গোয় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী নিহত

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2019-10-20 16:25:28Z | | ÿ^MUÿÂ~@Q

আফ্রিকার দেশ কঙ্গোয় বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ আরোহী। সোমবারের এ ঘটনায় গুরুতর আহত ১৬ জন।

স্থানীয় হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। এরইমাঝে, তাদের সাথে সাক্ষাতের পর ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডি।

পুলিশ জানিয়েছে, বাসটি লুফু শহর থেকে রাজধানী কিনশাসা’র দিকে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে উল্টে পড়ে যানটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ব্রেকফেলের কারণেই এ দুর্ঘটনা।

Exit mobile version