Site icon Jamuna Television

ভোলার পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ সুপার ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে কোনো একসময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়। পরে সকালে তিনি একটি সাধারণ ডায়রি করেন, যার নম্বর ৯৯৩, তারিখ ২২/১০/১৯।

তবে কে বা কারা তার আইডি হ্যাক করেছে সে ব্যাপারে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আইডিটি উদ্ধারের চেষ্টা ও বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

Exit mobile version