Site icon Jamuna Television

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক বিভাগের ডিজিটাল লেনদন “নগদ”-কে “পরিচয়” অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করে এ সেবার উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে আর্থিক সেবাখাত জনগনের জন্য আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করে সংশ্লিষ্টরা। সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে দোয়েল মোবাইল সেটেরও উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এক মিনিটে ফেস অথেনটিকেশন ও জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারবে। মুজিব বর্ষে বিটিসিএলের টেলিফোন সংযোগ ও পুনসংযোগ ফ্রি করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও ডাক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version