Site icon Jamuna Television

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মনির উদ্দিনের রিমান্ড নামঞ্জুর

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক মনির উদ্দিন আহমেদের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। আজ সকালে সাংবাদিক মনির উদ্দিনকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কমকর্তা খুলনা সদর থানার এসআই দশ দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সম্প্রতি ভোলার ঘটনাসহ কয়েকটি বিষয়ে খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিউ নেশনের খুলনা প্রতিনিধি মনির উদ্দিন আহমেদ গত রবিবার রাতে তার ফেসবুকে স্ট্যাটাস দেন। ওই রাতেই নগরীর দোলখোলাস্থ বাসা থেকে পুলিশ তাকে আটক করে। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে খুলনা সদর থানার এসআই শরিফুল আলম বাদি হয়ে সোমবার বিকেলে সাংবাদিক মনির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতে প্রেরণ করেন। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আজ রিমান্ডের শুনানির দিন ধার্য ছিলো।

Exit mobile version