Site icon Jamuna Television

উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে কুমিল্লায় গ্রেফতার ২

কুমিল্লা ব্যুরো
ভোলায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে পুলিশ কুমিল্লার দেবিদ্বার থেকে দুজনকে আটক করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এর পর্যবেক্ষণে আব্দুল্লাহ আল মুজাহিদ এবং শফিক আহমেদ নামের দুইটি ফেসবুক আইডি থেকে উসকানিমূলক বক্তব্য প্রচারকারীদের সনাক্তের পর জেলা গোয়েন্দা পুলিশের এলআইসিটি টিম ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে এ দু’জনকে গ্রেফতার করা হয়।
আজ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন প্রাথমিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের দোষ স্বীকার করেন। এ ব্যাপারে আটককৃতদের মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version