Site icon Jamuna Television

অস্ত্র মামলায় কাউন্সিলর মিজানকে কারাগারে প্রেরণ

মৌলভীবাজার প্রতিনিধি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে অস্ত্র মামলায় শোন এ্যারেস্ট দেখিয়ে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজার ২নং আমলি আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহী এর আদালতে মিজানকে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোরে শ্রীমঙ্গল থেকে ক্যাসিনো কারবারে জড়িত ও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজানকে অস্ত্রসহ আটক করে র‌্যাব। আটকের সময় তার কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। পরদিন ১২ অক্টোবর দুপুরে শ্রীমঙ্গল থানায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আবদুল জব্বার বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

Exit mobile version