Site icon Jamuna Television

জাবিতে উপাচার্যের অপসারণ চেয়ে মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম এর অপসারণের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা।

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে রাত সাড়ে সাতটার দিকে শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে তারা টারজান পয়েন্ট হয়ে ভিসির বাসভবন ঘুরে বটতলা গিয়ে শেষ হয়।

হাতে জ্বলন্ত মশাল আর মুখে ভিসি বিরোধী স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা।

বট তলায় সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ভিসি অপসারণ না করার আগ পর্যন্ত তাদের এ ব্যানারে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান।

Exit mobile version