Site icon Jamuna Television

এবার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য।

সূত্র জানায়, গতকাল রাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ রাত ৮টার পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ফোনে দলীয় সভানেত্রীর এ সিদ্ধান্ত পংকজ নাথকে জানান।

এর আগে, ক্যাসিনো ব্যবসার অভিযোগে সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেয়া হয়। এর একদিন পরেই সাধারণ সম্পাদক পংকজ নাথকে সম্মেলনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হলো।

Exit mobile version