Site icon Jamuna Television

পোকা মারতে বোমা বিস্ফোরণ!

মশা মারতে কামান দাগা প্রবাদ আমরা শুনে থাকি কিন্তু পোকা মারতে আস্ত এক বোমা ফাটানোর কথা হয়তো আমরা শুনেনি। এরক কাণ্ডই ঘটেছে ব্রাজিলে। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যেমে।

ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাগানে ঘুরছেন ব্রাজিলের নাগরিক সিজার স্মিটস । হাতে দেশলাই বাক্স। বাগানে মাটির নীচে পুঁতে রাখা আছে বোম। তাতেই আগুন জ্বালাতে যান তিনি। প্রথমবার পারলেন না। দ্বিতীয়বার পারলেন না। তৃতীয়বার আগুন জ্বালালেন। ব্যস! সঙ্গে সঙ্গে দুম করে বিস্ফোরণ। কালো ধোঁয়ায় কিছুক্ষণে জন্য ঢেকে গেল চতুর্দিক। বাগানেই ছিল ওই ব্যক্তির কুকুর। ভয়ে তালজ্ঞানশূন্য হয়েই দৌড় দেয় কুকুরটি। ততক্ষণে গৃহকর্তার অবস্থাও প্রায় একইরকম। ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়।

জানা যায়,সিজারের স্ত্রী রোজই বলতেন বাগানে পোকার উৎপাত হয়েছে। যা শুনে শুনে বিরক্ত হয়ে গিয়েছিলো তিনি। তাই বাধ্য হয়ে পোকা মারার চেষ্টা করে বোমা ফাটিয়ে।

তবে পোকা মারার পদ্ধতি বিশেষ কাজে দেয়নি। উঠোনের অবস্থা দফারফা হলেও, পোকাদের নির্মূল করা সম্ভব হয়নি। বরং বিস্ফোরণের তীব্রতায় বাগান ছেড়ে এখন বাড়ির ভিতরে বসবাস শুরু করেছে পোকাগুলি।

Exit mobile version